ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

আপন কফি শপে নারীর গায়ে হাত তোলার ঘটনা ভাইরাল, বিচার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে মানুষ

প্রকাশিত: ০০:১৯, ১৫ এপ্রিল ২০২৫; আপডেট: ০০:১৯, ১৫ এপ্রিল ২০২৫

আপন কফি শপে নারীর গায়ে হাত তোলার ঘটনা ভাইরাল, বিচার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে মানুষ

রাজধানীর তালতলায় আপন কফি শপে এক নারীর গায়ে হাত তোলা এব মারধরের ভিডিওর ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায়, খিলগাঁওয়ে আপন কফি শপে প্রবেশের চেষ্টা করছেন এক নারী। পরবর্তীতে আপন কফি শফের কয়েকজন কর্মী বের হয়ে তাকে থামানোর চেষ্টা করেন। এর মাঝে একজন সেই নারীকে ঘাড় ধরে ধাক্কা দেন। এরপরই সেই ব্যাক্তিকে লাঠি দিয়ে সেই নারীকে পরপর দু’বার আঘাত করতে দেখা যায়। ঘটনাটি এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনার জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। নেটিজেনরা বলেন, যদি ওই মেয়ে অন্যায় করে থাকে তাহলে তাকে  আইনের আওয়াত আনা যেত। কিন্তু এভাবে একজন মেয়েকে প্রকাশ্যে লাঞ্চিত করা কতটুকু যুক্তিযুক্ত তা তাদের বোধগম্য নয়।

তারা আপন কফি শপের মারধরের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপন কফি শপ’কে বয়কটের ও ডাক দিয়েছেন।

এ ঘটনায় পুলিশ এখনো কোন ব্যবস্থা গ্রহণ না করায় মানুষের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ।

ফুয়াদ

×