ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ প্রতিপাদ্যে বাংলা নববর্ষ উদযাপন

চীনা দূতাবাসের সহযোগিতায় ঢাকার আকাশে ব্যতিক্রমী এক ড্রোন শো

প্রকাশিত: ২৩:৪৪, ১৪ এপ্রিল ২০২৫; আপডেট: ২৩:৪৮, ১৪ এপ্রিল ২০২৫

চীনা দূতাবাসের সহযোগিতায় ঢাকার আকাশে ব্যতিক্রমী এক ড্রোন শো

ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনে আজ সন্ধ্যায় রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ড্রোন শো। সোমবার (১৪ এপ্রিল) ঢাকার আকাশ আলোকিত করেছে অর্থবহ ও নজরকাড়া এই ড্রোন প্রদর্শনী।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এ চীনা দূতাবাসের সহযোগিতায় এবং অন্তর্বর্তী সরকার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এই বিশেষ আয়োজনটি অনুষ্ঠিত হয়েছে।

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে এই বিশেষ আয়োজনের কিছু ছবি পোস্ট করেছেন। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘চীন দূতাবাসের সহযোগিতায় সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে ড্রোন শো। নতুন বাংলাদেশে জনগণের ব্যাপক অংশগ্রহণে, নতুন উদ্যমে নববর্ষ উদযাপন।’

আজ বিকেল ৩টায় শুরু হওয়া কনসার্টের পর সন্ধ্যা ৭টায় শুরু হয় ড্রোন শো, যা ছিলো সবার জন্য উন্মুক্ত। এ শোতে ১৯৭১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কালকে তুলে ধরা হয় বিভিন্ন প্রতিকৃতির মাধ্যমে। উঠে আসে ‘২৪-এর বীর’, পায়রার খাঁচা ভাঙা থিম, ফিলিস্তিনের জন্য প্রার্থনা এবং বাংলাদেশ-চীন বন্ধুত্বের শুভেচ্ছা বার্তা।

ছবি: মানিক মিয়া অ্যাভিনিউ এ অনুষ্ঠিত ড্রোন শো

উপস্থিত জনতা মুগ্ধ হয়ে দেখেছেন স্বৈরাচারের ভয়াল থাবার সামনে বুক চিতিয়ে দাঁড়ানো শহিদ আবু সাঈদকে, পানির বোতল হাতে প্রতীকী মুগ্ধকে, আর ফিলিস্তিনের প্রতি সংহতি জানানো বার্তা।

এছাড়া জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থান থেকে শুরু করে শেখ হাসিনার পতনের দাবিতে সাম্প্রতিক ছাত্র-জনতার প্রতিবাদও প্রতীকীভাবে স্থান পেয়েছে ড্রোন শোতে। এখানে প্রযুক্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে গণআন্দোলন এবং ভবিষ্যৎ-আশার ইঙ্গিত।

সূত্র: https://www.facebook.com/share/1FYrWDTcBd/

রাকিব

আরো পড়ুন  

×