
ছবিঃ সংগৃহীত
আনন্দ উদ্দীপনায় পালন করা হলো এবারের ১৪৩২ বাংলা নববর্ষ। মঙ্গলশোভা যাত্রা নাম পরিবর্তন করে এবার নাম ছিলো আনন্দ শোভাযাত্রা। এ সময় সাধারণ মানুষরা তাদের বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
একজন তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ইউনূস সরকারকে চাই। তিনি আরো বলেন, আমাদের দেশে যেহেতু ধর্ম নিয়ে একটি ঝামেলা চলতেছে, এই আনন্দ শোভাযাত্রার মাধ্যমে আমরা ধর্মকে একীভূতভাবে দেখতেছি। এখানে সব ধরনের সব পেশার মানুষ আছে, তাই মিশ্র অনূভুতি অনেকটা।
আরেকজন নারী বলেন, পহেলা বৈশাখ অনেক ভালো কাটতেছ, গতবারের তুলনায় এবারের র্যালিটা ভালো আর সুসজ্জিত হয়েছে।
আরেকজন বলেন, প্রত্যাশা করি যেন একটা ভালো সরকার আছে। এখন ড. ইউনূস অনেক ভালো করতেছে। আগামীতেও যেন একটা ভালো সরকার আসে ও একটা ভালো জেনারেশন গড়ে উঠে।
রিফাত