ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

বাগেরহাটে মাসব্যাপী বৈশাখী মেলাসহ নানা আয়োজনে নববর্ষ বরণ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ২০:০১, ১৪ এপ্রিল ২০২৫; আপডেট: ২০:০৮, ১৪ এপ্রিল ২০২৫

বাগেরহাটে মাসব্যাপী বৈশাখী মেলাসহ নানা আয়োজনে নববর্ষ বরণ

ছবি: সংগৃহীত

মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজনে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নতুন বছর-১৪৩২ বরণ করল বাগেরহাটেবাসী। পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে আজ সোমবার (১৪ এপ্রিল) সকালে বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে জেলা স্টেডিয়াম থেকে একটি আনন্দ শোভাযাত্রা শুরু হয়।

চিত্র: আনন্দ শোভাযাত্রা

শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি শেষ হয়। আনন্দ শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান ও পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ। এতে অংশগ্রহণ করেন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষকগণ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শোভাযাত্রা শেষে শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ প্রমুখ।

চিত্র: ঐতিহ্যবাহী লাঠি খেলা

নববর্ষ বরণ উপলক্ষে মাসব্যাপী মেলা আয়োজনের পাশাপাশি এদিন লাঠি খেলা, হাডুডু প্রতিযোগিতা, আবৃত্তি, লোকসংগীত ও নৃত্য পরিবেশন, হস্তশিল্প ও গ্রামীণ পণ্যের প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

রাকিব

×