
ছবি: সংগৃহীত
মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজনে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নতুন বছর-১৪৩২ বরণ করল বাগেরহাটেবাসী। পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে আজ সোমবার (১৪ এপ্রিল) সকালে বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে জেলা স্টেডিয়াম থেকে একটি আনন্দ শোভাযাত্রা শুরু হয়।
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি শেষ হয়। আনন্দ শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান ও পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ। এতে অংশগ্রহণ করেন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষকগণ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
শোভাযাত্রা শেষে শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ প্রমুখ।
নববর্ষ বরণ উপলক্ষে মাসব্যাপী মেলা আয়োজনের পাশাপাশি এদিন লাঠি খেলা, হাডুডু প্রতিযোগিতা, আবৃত্তি, লোকসংগীত ও নৃত্য পরিবেশন, হস্তশিল্প ও গ্রামীণ পণ্যের প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
রাকিব