
বাংলা নববর্ষকে (১৪৩২) ঘিরে ময়মনসিংহের নান্দাইলে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আনন্দ শোভাযাত্রা। তবে এবারের শোভাযাত্রার বিশেষ আকর্ষণ ছিল শিশুদের নববধূ ও বর সেজে অংশগ্রহণ—যা দর্শনার্থীদের মাঝে বাড়তি আনন্দ ও উৎসাহ যোগায়।
নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উদ্যাপনের অংশ হিসেবে সোমবার (১৪ এপ্রিল) সকালে শোভাযাত্রাটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রী নববধূ ও বর সেজে অংশগ্রহণ করে, যা পুরো আয়োজনের মধ্যমণি হয়ে ওঠে। আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্যকে সামনে এনে তারা নববর্ষের আনন্দে যোগ করে এক ভিন্ন মাত্রা।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান, ওসি আনোয়ার হোসেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সর্বস্তরের মানুষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন, পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্য বহন করে। এই দিনটিকে ঘিরে সরকারি ব্যবস্থাপনায় আমরা নানান আয়োজনে দিনটি উদ্যাপন করি। এবারের আয়োজনে শিক্ষার্থীদের নববধূ ও বর সেজে অংশগ্রহণ পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলেছে।”
পুরো অনুষ্ঠানে ছিল আবহমান বাংলার ছোঁয়া—ঢাক-ঢোল, মুখোশ, পান্তা-ইলিশের পরিবেশনা ও লোকজ সাজসজ্জা, যা উপস্থিত সবাইকে আনন্দ দিয়েছে।
মজিবুর/রবিউল