
ছবি: বৈশাখী শোভাযাত্রায় বগুড়া জেলা বিএনপি
ফ্যাসিস্টমুক্ত স্বাধীন পরিবেশে পহেলা বৈশাখ উদ্যাপন করছি” এমন প্রত্যয় ঘোষণা করে নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করে নিয়েছে বগুড়া জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। সোমবার (১৪ এপ্রিল) বেলা ১২টায় আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে নববর্ষকে স্বাগত জানানো হয়।
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, “পহেলা বৈশাখ বাঙালি জাতির আত্মপরিচয়ের দিন। ফ্যাসিবাদী শাসনামলে এই দিনকে বিকৃত করে বিজাতীয় সংস্কৃতির ভেতর ঢেকে দেওয়া হয়েছিল। আজ আমরা আমাদের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য পুনরুদ্ধারে বদ্ধপরিকর। তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের সমাজে যে ভ্রাতৃত্ব ও সহাবস্থান আছে, সেটাই হবে নতুন বাংলাদেশ গঠনের শক্তি। আমরা গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার বাংলাদেশ চাই।
তারেক রহমানের পক্ষ থেকে তিনি নেতাকর্মী ও সর্বসাধারণকে নববর্ষের শুভেচ্ছা জানান। শোভাযাত্রায় ঐতিহ্যবাহী ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে ফুটিয়ে তোলা হয় বাঙালির ইতিহাস-ঐতিহ্য। এতে অংশ নেন দলের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে জেলা ও শহরের শীর্ষ নেতারা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষকদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, ফজলুল বারী বেলাল, এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক হিরু, মাফতুন আহমেদ খান রুবেলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। নববর্ষে বগুড়া বিএনপির এমন জাঁকজমকপূর্ণ আয়োজনে নতুন রাজনৈতিক বার্তার পাশাপাশি বাঙালির গৌরবময় সংস্কৃতিও উঠে আসে গর্বের সঙ্গে।
রবিউল হাসান