
সিলেটের ওসমানীনগর উপজেলায় পুলিশের হাত থেকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া আওয়ামী লীগ নেতা আকছার আহমদকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ এপ্রিল) দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আকছার আহমদ ওসমানীনগরের পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর একাধিক হত্যা মামলার আসামি। তাকে গত ৩১ মার্চ গ্রেফতার করে পুলিশের গাড়িতে তুলে নেওয়ার সময় কিছু মানুষ পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়। ওই ঘটনায় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।
পরবর্তীতে, ২ এপ্রিল ওসমানীনগর থানায় পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে ১৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন আকছার আহমদ। দুই সপ্তাহ পর বিশেষ অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে, ছিনতাইয়ের পর একই এলাকায় একটি পরিত্যক্ত স্থানে হাতকড়াটি পড়ে থাকতে দেখা যায়, যা জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকেই এই ঘটনার পেছনে রাজনৈতিক প্রভাব ও প্রভাবশালীদের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, আকছার আহমদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর তদন্ত চলছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার প্রস্তুতি চলছে।
রবিউল/সালাম