ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

বাংলা নববর্ষের শুভেচ্ছা জা‌নি‌য়ে‌ছে বি‌ভিন্ন দূতাবাস

কূট‌নৈ‌তিক রি‌পোর্টার

প্রকাশিত: ১৭:৪১, ১৪ এপ্রিল ২০২৫

বাংলা নববর্ষের শুভেচ্ছা জা‌নি‌য়ে‌ছে বি‌ভিন্ন দূতাবাস

ছবি সংগৃহীত

বাংলা নববর্ষ ১৪৩২ উপল‌ক্ষে ঢাকায় অবস্থিত বিভিন্ন দূতাবাস শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে‌ছে । সামাজিক যোগাযোগমাধ্যমে ওইসব দেশের দূতাবাস বাংলাদেশি জনগণকে শুভেচ্ছা দূতাবাস ও হাই কমিশন।

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বলা হয়, ‘শুভ বাংলা নববর্ষ! নতুন বছর সবার জীবনে বয়ে আনুক আনন্দ, শান্তি আর নতুন সম্ভাবনার এক উজ্জ্বল সূচনা!’

যুক্তরাজ্য দূতাবাসের পেজে বলা হয়, ‘সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা! শুভ নববর্ষ ১৪৩২!’

অস্ট্রেলিয়ান হাই কমিশনের পেজে বলা হয়, ‘শুভ নববর্ষ’। জার্মান দূতাবাসের পেজে বলা হয়, ‘সবাইকে নববর্ষের শুভেচ্ছা জার্মান দূতাবাসের পক্ষ থেকে। ’

ভারতীয় হাই কমিশনের পেজে বলা হয়, ‘ভারতীয় হাই কমিশন, ঢাকা এর পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। এছাড়া নেদারল্যান্ড, রাশিয়া, কানাডা দূতাবাসও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে।

চীনের দূতাবাসের পেজে বলা হয়, ‘নতুনের সম্ভাবনায় রঙিন হোক বৈশাখ। আসুন, নতুন বছরে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার বার্তা ছড়িয়ে দিই এবং নতুন স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে একটি সুখী ও সমৃদ্ধ বিশ্ব গড়ে তুলি। শুভ নববর্ষ। ’

অপরদিকে সুইডিশ দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, ‘শুভ বাংলা নববর্ষ ১৪৩২! সবাইকে বৈশাখী শুভেচ্ছা। সুইডিশ দূতাবাস নতুন বাংলাবর্ষে আপনাদের সুখ এবং সম্মৃদ্ধি কামনা করছে।’

আশিক

×