
টঙ্গীর শিলমনে প্লাস্টিক কারখানায় আগুনে দোকান ও ঘরবাড়ি পুড়ে ছাই
নিজস্ব সংবাদদাতা, টঙ্গী
সোমবার টঙ্গীর শিলমন বাজার এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি গোডাউন ও তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কীনা জানতে চাইলে, আগুনে একটি মসজিদ ও আশপাশে স্থানীয়দের কয়েকটি ঘরবাড়ির আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
টঙ্গী ফায়ার সার্ভিসের মুখপাত্র শাহিন আলম জনকণ্ঠকে জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
নূরুল ইসলাম / আরশি