
বাংলাদেশের পাসপোর্টে আবারও যুক্ত হয়েছে বহুল পরিচিত সেই শব্দবন্ধ-‘সকল দেশের জন্য বৈধ, তবে ইসরায়েল ব্যতীত’।রোববার দেশের কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, সম্প্রতি সরকারের নির্দেশনায় এই শব্দগুলো পুনরায় পাসপোর্টে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ফলে বাংলাদেশি নাগরিকদের ইসরায়েলে ভ্রমণ আগের মতোই নিষিদ্ধ থাকছে।
ইসরায়েল প্রসঙ্গটি বাংলাদেশে দীর্ঘদিন ধরেই সংবেদনশীল। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ দেশটি এখনো ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি।
দীর্ঘ সময় ধরে বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ লেখাটি থাকলেও, হাসিনার শাসনামলের শেষ দিকে সেটি সরিয়ে ফেলা হয়। যদিও ২০২১ সালে এই লেখাটি বাদ দেওয়ার সময় সরকার জানায়,ইসরায়েল বিষয়ে বাংলাদেশের নীতিগত অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
এবার আবারও সেই পুরোনো নীতিই পাসপোর্টে স্পষ্টভাবে প্রতিফলিত হলো।বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নিলিমা আফরোজ জানিয়েছেন, “গত সপ্তাহে এই লেখাটি পুনঃস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।”
ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান সবসময়ই স্পষ্ট। সম্প্রতি গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ঢাকায় অনুষ্ঠিত এক বিশাল মানববন্ধনে প্রায় এক লাখ মানুষ অংশ নেন, যেখানে ফিলিস্তিনি জনগণের প্রতি একাত্মতা প্রকাশ করা হয়।
গত বছর (২০২৩) অক্টোবর মাসে হামাসের এক আকস্মিক হামলায় ইসরায়েলে প্রাণ হারান ১,২১৮ জন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এরপর থেকে গাজায় চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি, কেবল গত মাসেই নিহত হয়েছেন ১,৫৭৪ জন-গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই আবারও পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ লেখা ফিরে আসা বাংলাদেশের অবস্থান যে পরিবর্তন হয়নি, সেটিই যেন আরও একবার স্পষ্টভাবে জানিয়ে দিলো সরকার।
সূত্র:https://tinyurl.com/54zuy2p8
আফরোজা