
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
সবশেষ পনেরো বছরে ফ্যাসিবাদের আমলে গুম খুনের নির্দেশ আসতো শেখ হাসিনার কাছ থেকে। এমনকি বিডিআর বিদ্রোহেও হাত ছিল শেখ হাসিনা এবং তার পরিবারের। এমনটা বলেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
তিনি বলেন, ‘গত ১৫ বছর যেই ফ্যাসিবাদী শাসন আমরা দেখেছি, সেনাবাহিনী চুপচাপ বসে যে ফ্যাসিবাদী শাসন দেখেছে তার মূলে ছিল বিডিআর বিদ্রোহ। আমি বাংলাদেশের একজন নাগরিক এবং গবেষক হিসেবে বিশ্বাস করি বিডিআর বিদ্রোহ না হলে বাংলাদেশ সেনাবাহিনী পনেরো বছরের ফ্যাসিবাদী, ভারতের দালাল শাসন বরদাস্ত করতো না। বরদাস্ত করেছে শুধু বিডিআর ম্যাসাকারের জন্য। কাজেই বিডিআর ম্যাসাকারের প্রকৃত বিচার হওয়া আমাদের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি কথা বলা আবশ্যক। বিডিআর বিদ্রোহকে উপলক্ষ করে যেই ম্যাসাকার করা হয়েছিল তাতে ডিরেক্টলি আওয়ামী লীগ এবং শেখ পরিবারের হাত ছিল। প্রত্যেকের নাম এসেছে। কিন্তু কারো বিচার হয়নি। আর আওয়ামী লীগের হাত থাকা মানেই ভারতেরও হাত ছিল।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ও ভারতের মধ্যে কোনো পার্থক্য নাই। যা আওয়ামী লীগ, তাহাই ভারত। কাজেই এরাই মিলিতভাবে বিডিআর হত্যাকান্ড ঘটিয়েছে। এবং বাংলাদেশ সেনাবাহিনীর মরাল শেষ করে দিয়েছে ঐ ৪৮ ঘন্টার মধ্যে।’
‘ইতিহাস যখন বর্ণনা করবো তখন নিরপেক্ষভাবে ইতিহাস বর্ণনা করবো। এখানে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। এবং সেই সময়ের বিএনপিকে ভাঙতে ডিজিএফআইকে ব্যবহার করা হয়েছিল। কাজেই ডিজিএফআই এর যেই ডিরেক্ট রাজনীতিতে অংশগ্রহণ এটা শুরু হয়েছিল ১/১১ ওর সরকারের সময়,’ বলেছেন সম্পাদক মাহমুদুর রহমান।