ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

প্রফেসর ইউনূস কীভাবে ৫ বছর ক্ষমতায় থাকবেন, কেন প্রশ্ন করলেন মান্না

প্রকাশিত: ০২:৩৭, ১৪ এপ্রিল ২০২৫; আপডেট: ০২:৪০, ১৪ এপ্রিল ২০২৫

প্রফেসর ইউনূস কীভাবে ৫ বছর ক্ষমতায় থাকবেন, কেন প্রশ্ন করলেন মান্না

ছবি: সংগৃহীত

সম্প্রতি বিভিন্নজন বিভিন্ন জায়গায় মন্তব্য করছেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চাই। সে কথা উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘প্রফেসর ইউনূস ৫ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে? উনি ক্ষমতায় এলেন কীভাবে? উপদেষ্টাদের কেউ কেউ বলার চেষ্টা করেন এটাও একটা নির্বাচন। একটা বিশেষ পরিস্থিতিতে উনি ক্ষমতায় এসেছেন।’

গতিকাল রোববার (১৩ এপ্রিল) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যে এসব প্রশ্ন তোলেন নাগরিক ঐক্যের সভাপতি মান্না।

তিনি আরও বলেন, ‘আজকে যে পরিস্থিতিকে বিশেষ মনে হচ্ছে তিন মাস পরে যখন সেই পরিস্থিতি বদলে যাবে, তখন বাংলাদেশের একমাত্র নোবেল প্রাইজ বিজয়ী যদি সারা দেশের মানুষের কাছে সমালোচিত হন, সেটা কি দেশের জন্য কল্যাণকর হবে?’

ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না আরও বলেন, ‘আমি প্রশ্ন করছি, প্রফেসর ইউনুস নিজে পাঁচ বছর ক্ষমতায় চান? উনি বলেছেন? গতকালও তিনি ঐকমত্য কমিশনকে ডেকে বললেন, যত তাড়াতাড়ি পারো সংস্কার করে ফেলো, আমি জুনের মধ্যে নির্বাচন করে ফেলতে চাই।’

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের একটি টেলিভিশন সাক্ষাৎকারের কথা উল্লেখ করে মান্না বলেন, ‘উনি সেখানে বললেন, আমি এই কাজের যোগ্য নই। এটা আমার কাজ নয়। আমার যে কাজ আমি সেই জায়গায় ফিরে যেতে চাই। আমি জানি না কারা এই বিশদ লেখালেখি করছেন, কারা এত বেশি করে কথা বলছেন, মানুষের কানে দেবার চেষ্টা করছেন যে ভোটের দরকার নেই, ড. ইউনূসকে আরও ৫ বছর চাই।’

 

সূত্র: https://www.youtube.com/watch?v=fGlAehux6Rc

রাকিব

×