ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী

‘আমার কাজই হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে সেল করার চেষ্টা করা’

প্রকাশিত: ০১:৫০, ১৪ এপ্রিল ২০২৫; আপডেট: ০১:৫১, ১৪ এপ্রিল ২০২৫

‘আমার কাজই হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে সেল করার চেষ্টা করা’

ছবি: সংগৃহীত

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘আমার কাজই হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা, বাংলাদেশকে সেল করার চেষ্টা করা।’

তিনি আরও জানান, ‘বিনিয়োগ সামিটে আমাদের মূল যে লক্ষ্যটি ছিল, তা হলো বিদেশিদের কাছে বাংলাদেশের যে পারসেপশন (উপলব্ধি), সে পারসেপশনটিকে আমরা পরিবর্তন করতে পারি কিনা।’

আশিক চৌধুরী বলেন, ‘প্রথম দুইদিন (৭ ও ৮ এপ্রিল) আমরা তাদের বাংলাদেশ ঘুরিয়ে দেখিয়েছি। কারখানা করতে হলে সরাসরি কারখানার জায়গা ঘুরিয়ে দেখানো খুব গুরুত্বপূর্ণ। এরপরের দুইদিন (৯ ও ১০ এপ্রিল) আমরা তাদের বিজনেস টু বিজনেস বিভিন্ন ধরনের মিটিং করার সুযোগ দিয়েছি, বিভিন্ন প্রশ্ন করার সুযোগ দিয়েছি।’

আমাদের এসব কর্মকাণ্ডে এখন পর্যন্ত যা জেনেছি, তাতে বিদেশি বিনিয়োগকারীরা খুশি হয়েছেন বলে জানান তিনি। আশিক চৌধুরী বলেন, ‘আমাদের যেটি উদ্দেশ্য, বাংলাদেশ যাতে খাবারের মেন্যু থেকে প্রথমেই বাদ পড়ে না যায়। যদি আমরা মেন্যু থেকে বাদ পড়ে যাই, তাহলে অর্ডার করা তো অনেক পরের কথা। বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশ আসলে মেন্যু থেকেই বাদ পড়ে যায়। তো সেই জায়গাটিকে আমরা বিনিয়োগ সামিটের মাধ্যমে মূল ফোকাস হিসেবে দেখছি।’

এছাড়া, তার প্রেজেন্টেশনের প্রশংসার ব্যাপারে তিনি বলেন, 'আমি মনে করি এটি আমার চাকরির অংশ। তো এজন্য আলাদা করে প্রশংসা করার কিছু নেই। ভবিষ্যতে যারা দায়িত্বে আসবেন, তাদেরও ঠিক এভাবেই কাজ করতে হবে।’

 

সূত্র: https://www.youtube.com/watch?v=WIThlPUiwZU

রাকিব

×