
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে আজ একটি ভিডিওবার্তা শেয়ার করেছেন। ভিডিওতে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, সেজন্যই আমরা বলি, নির্বাচন এবং সংস্কার চলমান প্রক্রিয়া। সংস্কার চলতে থাকবে, কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচনের সময়মতো।’
তিনি আরও বলেন, ‘আমরা অনেককে দেখছি, মুখে বলছে আগে সংস্কার, পরে নির্বাচন, কিন্তু বাস্তবে তারা ঠিক তার বিপরীত কাজটি করছে।’
সংস্কার একটি চলমান প্রক্রিয়া, ব্রাকেটবন্দি কোনো বিষয় নয় উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘বিএনপি অনেক আগেই সংস্কারের প্রস্তাব দিয়েছে। বিএপনি তখনই সংস্কার প্রস্তাব দিয়েছে যখন বিএনপির দেশনেত্রী খালেদা জিয়া থেকে শুরু করে, দলের মহাসচিব থেকে শুরু করে হাজারো নেতাকর্মী জেলে বন্দি। যখন বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী ঘরবাড়ি ছাড়া, গায়েবি মামলায় জর্জারিত, তখন বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছে।’
‘আজকে যারা খুব জোর গলায় সংস্কারের কথা বলছে, তাদের কতজন ব্যক্তি সেই সময়ে স্বৈরাচার শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে সংস্কার করার কথা সাহস করে বলতে পেরেছিল?’ প্রশ্ন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, ‘আজকে যারা সংস্কারের কথা বলছে, তারা বিএনপির নেতাকর্মীদের মতো কতগুলো মামলা খেয়েছে, কতদিন অত্যাচারিত হয়েছে, কতজনের ঘরবাড়ি ভাঙা হয়েছে, কতজনের আদালতের বারান্দায় সপ্তাহের সাতদিনের পাঁচদিন ঘুরঘুর করতে হয়েছে? হয়নি, খোঁজ নিয়ে দেখেন, যারা আজকে জোর গলায় সংস্কারের কথা বলছে, তাদের কাউকে এসব করতে হয়নি।’
সূত্র: https://www.facebook.com/share/v/163xf3o62e/
রাকিব