
ছবিঃ সংগৃহীত
লেখক ও সমালোচক মেহেদী হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে পহেলা বৈশাখ উদযাপনকে মুসলিম সংস্কৃতির অংশ নয় বলে মন্তব্য করেছেন এবং এ উৎসবে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি না, আমরা উদযাপন করবো না। মুসলমানের সন্তানদের এই উদযাপনে যেতে নিরুৎসাহিত করবো।”
তবে এই স্ট্যাটাসে তিনি জোর করে বা সহিংস উপায়ে উৎসব প্রতিহত করার বিরোধিতা করেন। তিনি বলেন, “পহেলা বৈশাখের কোন অনুষ্ঠান ভন্ডুল করা, ভাঙচুর করা বা গায়ের জোরে বাধা দেয়া আপনার কাজ না। এটা করে ইসলামের কোন উপকার হবে না, বরং সমালোচনাকারীদের হাতে অস্ত্র তুলে দেয়া হবে।”
তিনি বৈশাখী উৎসব থেকে শান্তিপূর্ণভাবে বিরত থাকার পরামর্শ দিয়ে লেখেন, “বৈশাখী উদযাপন শান্তিপূর্ণভাবে বর্জন করুন। নিজের সন্তানকে বাসায় রাখুন।”
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/17tc6npG5h/
মারিয়া