
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, দলটি যদি ক্ষমতায় আসে, তাহলে পাঁচ বছরে সারাদেশে ৫০ কোটি গাছ রোপণ করা হবে। এই লক্ষ্যে ইতোমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে বলে জানান তিনি।
তারেক রহমান বলেন, আমরা দেশের প্রতিটি অঞ্চলের মাটি অনুযায়ী উপযোগী গাছের তালিকা প্রস্তুত করছি। টেকনাফের মাটিতে তেঁতুলিয়ার গাছ লাগিয়ে কোনো লাভ হবে না। তাই সঠিক পরিকল্পনা অনুযায়ী অঞ্চলভিত্তিক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।
নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক লাইভে তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচি নিয়ে কথা বলেন। তিনি জানান, শুধু পরিবেশ রক্ষাই নয়, দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে বড় ধরনের পরিকল্পনা নিয়েছে বিএনপি।
তিনি বলেন, আমরা বাংলাদেশকে অ্যামাজন ও আলীবাবার মতো বিশ্বখ্যাত ই-কমার্স প্ল্যাটফর্মের হাজারো পণ্যের হাব হিসেবে গড়ে তুলতে চাই। সারাদেশকে জোনিং করে উৎপাদনমুখী শিল্পায়নের ওপর জোর দেওয়া হবে।
তারেক রহমান আরও বলেন, বিএনপি সব সময় বাস্তবভিত্তিক ও দীর্ঘমেয়াদি সংস্কারের কথা বলে এসেছে, এমনকি দুঃসময়েও। কারণ, আমরা সরকার এবং বিরোধী দল— দুই অবস্থানেই দেশের অভিজ্ঞতা অর্জন করেছি। কিন্তু বর্তমানে অনেকে শুধু সুসময়েই সরকারের ছায়ায় থেকে সংস্কারের কথা বলছেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, বিএনপির এ উদ্যোগগুলো বাস্তবায়িত হলে দেশ সামগ্রিকভাবে টেকসই উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের দিকে দ্রুত এগিয়ে যাবে।
ভিডিও দেখুন: https://www.facebook.com/tariquerahman.bdbnp/videos/1213701110377107
এম.কে.