
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে এবারের নববর্ষের (১৪৩২) প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের প্রধান মোটিফ ছিল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’। কিন্তু রাতের আঁধারে ফ্যাসিস্টের মুখাকৃতি পুড়িয়ে দেয় এক যুবক যা পরবর্তীতে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে।
তবে, শোভাযাত্রার জন্য বানানো ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ পুড়ে যাওয়ার পর সেটি আবার নতুন করে বানাচ্ছেন চারুকলার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। পাশাপাশি তৈরি করা হচ্ছে পায়রার পুড়ে যাওয়া অংশের মোটিফও।
সোমবার (১৪ এপ্রিল) রাত ১২ টা এ প্রতিবেদন লেখা পর্যন্ত অধিকাংশ কাজ শেষ হয়েছে। রাতের মধ্যেই পুরো কাজ শেষ হয়ে যাবে বলে আশাবাদী তারা। আর 'ফ্যাসিবাদের এই মুখাকৃতি' দেখতে মধ্যরাতেও ভিড় করতে দেখা গেছে সাধারণ মানুষদের।
সরেজমিনে চারুকলা ঘুরে দেখা যায়, শোভাযাত্রার জন্য তরমুজের ফালি, বাঘ, ইলিশ, শান্তির পায়রা ও পালকির মোটিফ প্রস্তুত রয়েছে। চারুকলার এবারের প্রধান ৭টি মোটিফের মধ্যে বাকী সবগুলো মোটিফের কাজ প্রায় শেষ। বাকী কাজ সারা রাত ধরে করবেন বলে জানিয়েছেন তারা।
এসব দৃশ্য দেখতে পরিবার নিয়ে উত্তরা থেকে এসেছেন আবুল হোসেন নামের একজন ব্যাংক কর্মকর্তা। তিনি জানান, প্রতি বছরই ঘুরতে আসি এখানে। তবে, এবার পরিবারকে নিয়ে এসছি জানতে পারলাম ফ্যাসিস্টের মোটিফ সহ অনেক কিছু এবার বিশেষভাবে করেছে সেজন্য চলে এসেছি পরিবারকে নিয়ে। এসে অনেক ভাল লাগছে।
প্রসঙ্গত, আজ সকাল ৯টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রা শাহবাগ ঘুরে রাজু ভাস্কর্য, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, বাংলা একাডেমি হয়ে চারুকলার সামনে গিয়ে শেষ হবে।
রিফাত