
ছবিঃ সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, "ওরে ভাই, ইউটিউব খুললে তো আমি আমাকে ছাড়া আর কাউকে দেখিনা। আমার জ্ঞাতি গোষ্ঠী উদ্ধার করে ফেলছে তো ইউটিউব! গতকাল দেখলাম, পিনাকী ভট্টাচার্য একেবারে আমার বাপ-দাদা চৌদ্দ গোষ্ঠী নিয়ে উদ্ধার করে ফেলছে।"
তিনি বলেন, "এটা আনএথিকাল। একটা মানুষ সম্পর্কে মিথ্যা অপবাদ দিয়ে তাকে হেয় করা, মানুষের সামনে এটা ঠিক না। এটা ওর পক্ষেই সম্ভব।"
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/r/162ubUmd3r/
মারিয়া