ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

দুর্ঘটনায় কর্মীর মৃত্যুতে জিপিএইচ ইস্পাতের শোক

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২:২৮, ১৩ এপ্রিল ২০২৫

দুর্ঘটনায় কর্মীর মৃত্যুতে জিপিএইচ ইস্পাতের শোক

দুর্ঘটনায় দুইজন কর্মীর অকাল মৃত্যুতে জিপিএইচ ইস্পাত পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। রবিবার (১৩ এপ্রিল) কোম্পানির পক্ষ থেকে উপদেষ্টা ওসমান গনি চৌধুরীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শোক জানানো হয়।

জিপিএইচ ইস্পাত-এর উপদেষ্টা ওসমান গনি চৌধুরী জানান, জিপিএইচ ইস্পাত সব সময় কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে।

তবে এরই মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে রবিবার সকালে জিপিএইচ ইস্পাত-এর ইসিআর ভবনে একটি আকস্মিক দুর্ঘটনা ঘটে। ভবনে অবস্থিত ৫০০ কেজি ভার বহনে সক্ষম মালামাল উত্তোলনকারী হোয়েস্টটি অতিরিক্ত ভারের কারণে ছিঁড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে।

হোয়েস্টটি শুধুমাত্র মালামাল উত্তোলনের জন্য ব্যবহারের নিয়ম থাকলেও, নূরুর সাফা নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত দুইজন সহকারী নিয়ম ভঙ্গ করে মালামালের সঙ্গে হোয়েস্টে ওঠেন। এতে হোয়েস্টটি অতিরিক্ত ভারে ছিঁড়ে যায় এবং দুজন কর্মীই গুরুতর আহত হন।

দুর্ঘটনার সঙ্গে সঙ্গে জিপিএইচ-এর অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিমের সহায়তায় আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে তারা উভয়েই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় জিপিএইচ-এর পক্ষ থেকে আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দুইজন মূল্যবান কর্মীর অকাল মৃত্যুতে জিপিএইচ কর্তৃপক্ষ গভীরভাবে শোকাহত।

জিপিএইচ ইস্পাত সব সময় কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে এবং এই অপূরণীয় ক্ষতি জিপিএইচ পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে। আমরা বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করার প্রত্যাশা ব্যক্ত করছি।

এম.কে.

আরো পড়ুন  

×