ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত যুক্ত করায় দারুণ সিদ্ধান্ত মন্তব্য আজহারির

প্রকাশিত: ২২:১২, ১৩ এপ্রিল ২০২৫; আপডেট: ২২:২৬, ১৩ এপ্রিল ২০২৫

পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত যুক্ত করায় দারুণ সিদ্ধান্ত মন্তব্য আজহারির

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশি পাসপোর্টে পুনরায় 'ইসরায়েল ব্যতীত' শর্ত যুক্ত করার নির্দেশ দিয়েছে সরকার। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে বিশিষ্ট ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি লিখেছেন, "দারুণ সিদ্ধান্ত।"

গত ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উপসচিব নীলা আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়। রোববার (১৩ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, "উপর্যুক্ত বিষয়ে প্রাসঙ্গিক গুরুত্বসহ প্রক্রিয়া সম্পন্ন করে পূর্বের ন্যায় বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।"

উল্লেখ্য, এক সময় বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত, "এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত।" তবে ২০২০ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশে নতুন ই-পাসপোর্ট চালু করলে, ওই পাসপোর্ট থেকে এই লেখাটি বাদ দেওয়া হয়। বিষয়টি নিয়ে তখন কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দিয়েই পরিবর্তনটি আনা হয়েছিল।
 

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/1FK4TnhGJb/

মারিয়া

আরো পড়ুন  

×