
ছবি: সংগৃহীত
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, "আমরা শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই। হানাহানি ও বিদ্বেষ নয়, আমরা চাই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে।"
রোববার সকালে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে ‘সম্প্রীতি ভবন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।
সেনাপ্রধান বলেন, "বিভিন্ন মত থাকতে পারে। তবে আমাদের উচিত একে অপরের মতামতের প্রতি সম্মান প্রদর্শন করা। নিজের মত থাকবে, কিন্তু পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা জরুরি।"
তিনি আরও বলেন, "গৌতম বুদ্ধের অহিংসা, সম্প্রীতি ও মানবপ্রেমের যে আদর্শ, তা অনুসরণ করে আমরা হিংসা-বিদ্বেষমুক্ত একটি সমাজ গড়ে তুলতে চাই। এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—সব সম্প্রদায়ের। সবাই মিলেমিশে সুন্দরভাবে যেন বসবাস করতে পারি, সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।"
চট্টগ্রামে দায়িত্ব পালনের সময়কার অভিজ্ঞতা তুলে ধরে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, "বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে যুক্ত ছিলাম। কঠিন চীবর দান অনুষ্ঠানে অংশ নিয়েছি, তাদের সঙ্গে মিলেমিশে কাজ করেছি। আমরা চাই, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে শান্তি বজায় থাকুক। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমরা সবসময় প্রস্তুত।"
সম্প্রীতি ভবন নির্মাণে ব্যয় হবে ৬ থেকে ৭ কোটি টাকা বলে জানান সেনাপ্রধান। তিনি বলেন, "এই ভবনটি আমরা করে দিচ্ছি। এক থেকে দেড় বছরের মধ্যে এর নির্মাণ কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে।"
আসিফ