ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

হবিগঞ্জে নলকূপের পানি নিয়ে সংঘর্ষে অর্ধশতাধিক আহত

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ

প্রকাশিত: ২১:৫৪, ১৩ এপ্রিল ২০২৫

হবিগঞ্জে নলকূপের পানি নিয়ে সংঘর্ষে অর্ধশতাধিক আহত

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় গভীর নলকূপ থেকে পানি সংগ্রহকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার জলসুখা ইউনিয়নের মীরহাটি গ্রামে এই সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী পুলিশ মোতায়েন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জলসুখা ইউনিয়নের বিভিন্ন এলাকায় টিউবওয়েলে পানি উঠছে না। ফলে সেখানে বিশুদ্ধ খাবার পানির চরম সংকট দেখা দিয়েছে। এরই মধ্যে শনিবার সন্ধ্যায় মীরহাটি গ্রামের অলি মিয়ার ২০ বছর বয়সী মেয়ে সরকারি গভীর নলকূপ থেকে পানি আনতে যান। নলকূপটি মধ্যপাড়া গ্রামের মাদরাসার পেছনে ওয়াহিদ মিয়ার বাড়ির সামনে অবস্থিত।

এ সময় মাধ্যপাড়া গ্রামের আজমান মিয়ার ছেলে ওয়াসিম মিয়া পানি নিতে বাধা দেন। এর জের ধরে তাদের মধ্যে তর্কাতর্কি হয়।


পরে রোববার সকালে জলসুখা বাজারে উভয় পরিবারের স্বজনদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। কিছু সময় পর আজমান মিয়ার পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ অলি মিয়ার স্বজনদের ওপর হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের নারী-পুরুষ আহত হন এবং বেশ কয়েকটি বসতঘর ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিন রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করেছে।

আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মাঈদুল হাসান জানান, সংঘর্ষের পর পরই পুলিশ সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মামুন/রবিউল

আরো পড়ুন  

×