
ছবিঃ সংগৃহীত
আপাতত আয়কর ও কর্পোরেট ট্যাক্স কমানোর সুযোগ নেই, কারণ এর বেশি কমালে সরকারের রাজস্ব আয়ে প্রভাব পড়বে এবং ঋণের কিস্তি প্রদান কঠিন হয়ে পড়বে—এমন মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান।
তিনি বলেন, কর নিয়ে ব্যবসায়ীদের ভোগান্তি কমানোর চেষ্টা চলছে এবং অটোমেশন চালু হলে অনেক জটিলতার সমাধান হবে।
এ সময় উপস্থিত ব্যবসায়ীরা নিয়মিত করদাতাদের ওপর অতিরিক্ত চাপ বাড়ানোর সমালোচনা করেন। দেশের রাজস্ব ব্যবস্থা নিয়ে ব্যবসায়ীদের অভিযোগ নতুন নয়। বিশেষ করে জাতীয় বাজেটের আগে কর্পোরেট ট্যাক্স ও আয়কর কমানোর দাবি প্রায়শই উঠে আসে।
আহরণের রেকর্ড চাপ মাথায় নিয়েই প্রতিবছর এসব সামাল দেওয়ার চেষ্টা করে এনবিআর। তবে, কোনো কিছুতেই রাজস্ব কর্মকর্তাদের আচরণ বা ভোগান্তি নিয়ে ব্যবসায়ীদের অভিযোগ কাটে না।
২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আগেও একই প্রশ্ন উঠছে। রোববার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক সেমিনারে ব্যবসায়ীরা অভিযোগ করেন, এখনো অনেক গোপন ট্যাক্স আরোপ করছে এনবিআর। এছাড়াও, অটোমেশন বাস্তবায়নে কর্মকর্তাদের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলেন তারা।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/1H2gJ7TWS9/
মারিয়া