ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে কত?

প্রকাশিত: ২০:২৯, ১৩ এপ্রিল ২০২৫

ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে কত?

ছবি সংগৃহীত

দেশের স্বর্ণবাজারে আবারও পরিবর্তন। ফের কমানো হয়েছে স্বর্ণের দাম। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণে এবার ১ হাজার ৩৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যায় বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল সোমবার (১৪ এপ্রিল) থেকে নতুন দাম কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৬২ হাজার ১৭৬ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং বাজুস নির্ধারিত ৬% মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির পরিমাণে তারতম্য হতে পারে।

আশিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  

×