
রাজবাড়ী জেলার বহুল আলোচিত আন্তঃজেলা ডাকাত দলের প্রধান খোরশেদ ওরফে ‘বোমা খোরশেদ’ (৫৯) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন। শনিবার (১২ এপ্রিল) বিকেলে রাজধানীর ঢাকার আশুলিয়ার ইসলাম নগর বাজার এলাকায় অভিযান চালিয়ে রাজবাড়ী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত খোরশেদ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী হরিণধরা এলাকার আব্দুল বাতেন মন্ডলের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন।
রোববার (১৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে রাজবাড়ী জেলা পুলিশ সুপার শামীমা পারভীন জানান, 'বোমা খোরশেদ' দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় ডাকাতি, অস্ত্র ব্যবসা ও চাঁদাবাজিতে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও ডাকাতি আইনে মোট ৮টি মামলা বিচারাধীন রয়েছে।
তিনি আরও বলেন, 'তার গ্রেপ্তারের মাধ্যমে একটি সংঘবদ্ধ ও ভয়ংকর ডাকাতচক্রের কার্যক্রমে বড় ধরনের ধাক্কা দেওয়া সম্ভব হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।'
স্থানীয় সূত্রে জানা যায়, 'বোমা খোরশেদ' শুধু রাজবাড়ী নয়, পার্শ্ববর্তী জেলাগুলোর বিভিন্ন এলাকায়ও ত্রাস হিসেবে পরিচিত ছিল। তার নেতৃত্বে সংঘটিত বহু ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের মাঝে ছিল আতঙ্ক।
পুলিশ আশা করছে, রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার চক্রের আরও সদস্যদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে এবং আগামীতেও এমন অপরাধ দমন সম্ভব হবে।
রবিউল হাসান