ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

গণতন্ত্রের কথা বলে উল্টো পথে হাঁটা কী গণঅভ্যুত্থানের প্রত্যাশা ছিল? : সালাহউদ্দিন আহমেদ

প্রকাশিত: ১৯:৫৫, ১৩ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:৫৫, ১৩ এপ্রিল ২০২৫

গণতন্ত্রের কথা বলে উল্টো পথে হাঁটা কী গণঅভ্যুত্থানের প্রত্যাশা ছিল? : সালাহউদ্দিন আহমেদ

ছবিঃ সংগৃহীত

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেছেন, অনেকগুলো মন্তব্য লক্ষ্য করছি যেখানে নির্বাচনের প্রসঙ্গ এলেই তা যেন সহ্য করা যায় না। কিন্তু গণতন্ত্রের কথা বলে যখন আপনারা গণতন্ত্রের বিপরীত পথে যাত্রা শুরু করেন, নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করেন—তখন প্রশ্ন ওঠে, এটা কি গণতন্ত্রের জন্য শুভ? এটা কি গণঅভ্যুত্থানের প্রত্যাশা ছিল? এটা কি গণঅভ্যুত্থানের জনগণের আকাঙ্ক্ষা ছিল?

তিনি আরও বলেন, কেউ কেউ ব্যক্তিগত ক্যারিয়ার গঠনের জন্য সামাজিক মাধ্যমকে ব্যবহার করছেন, আমরা সেটা দেখেছি। আমরা সার্টিফিকেট দিচ্ছি—অনেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় অনেক বিশেষ সহকারী নিয়োগ পেয়েছেন। তাদের কর্মদেশের জন্য আপনাদের কর্মদেশ স্মরণ রেখে, আপনাদেরকে সেইসব কাজে নিয়োজিত করার জন্য আমরা ইচ্ছা প্রকাশ করবো। আমরা সকল মেধাকে সম্মান জানাই, যারা রাষ্ট্রের কাজে, জনগণের কল্যাণে নিয়োজিত থাকবেন। তবে গণতন্ত্র ছাড়া কি সেটা সম্ভব?

সালাহউদ্দিন আহমেদ বলেন, যখনই আমরা ডিসেম্বরের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত নির্বাচনি রোডম্যাপ চেয়ে দাবি জানাই, তখনই বিভিন্ন সময়ে বিভিন্ন উপদেষ্টা বলতে শোনা যায় যে, জনগণ নাকি তাদেরকে পাঁচ বছরের জন্য চায়। কিছুদিন আগেই মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এমন মন্তব্য করেছেন। অথচ আমরা তার পদত্যাগ চেয়ে বহু মন্তব্য দেখেছি—সেগুলো কি তিনি দেখেননি?

তথ্যসূত্রঃ https://youtu.be/AqwP8uS-HkE?si=_jJ6u9Y2j6DjrEa7

মারিয়া

আরো পড়ুন  

×