
ছবি: সংগৃহীত
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিকল্প পথে যাচ্ছে বাংলাদেশ।
ভারত তৃতীয় দেশে বাংলাদেশি পণ্য রপ্তানির জন্য নিজেদের বন্দর ও বিমানবন্দর ব্যবহারের সুবিধা, যা ট্রান্সশিপমেন্ট নামে পরিচিত, তা বন্ধ করে দেওয়ার পর বিকল্প পথে এগোচ্ছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে ২৭ এপ্রিল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হচ্ছে সরাসরি আন্তর্জাতিক কার্গো ফ্লাইট।
প্রথম ফ্লাইটটি গার্মেন্টস পণ্য নিয়ে সন্ধ্যা ৭টায় সিলেট থেকে স্পেনের উদ্দেশে রওনা হবে। এতে থাকবে প্রায় ৬০ টন পণ্য। বাংলাদেশ বিমান জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা ও মানসম্পন্ন পরিবহনের নিয়ম মেনে এসএসসি, আরথ্রি সার্টিফিকেশনসহ নিজেদের প্রশিক্ষিত জনবল দিয়ে ফ্লাইটটি পরিচালনা করা হবে।
সিলেট বিমানবন্দরের বিদ্যমান অবকাঠামো ও ইকুইপমেন্ট ব্যবহার করেই প্রাথমিকভাবে সেবা চালু হচ্ছে। এয়ারপোর্টে রপ্তানি কার্গো কমপ্লেক্সে ওয়ারহাউজ সুবিধা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা, তবে ভবিষ্যতের জন্য আরও বড় পরিসরে ওয়ারহাউজ প্রয়োজন বলেও জানিয়েছেন তারা। বেসরকারি খাতের কয়েকটি ওয়ারহাউজ নির্মাণ কাজ চলমান রয়েছে, যা আগামী ছয় মাসের মধ্যে শেষ হতে পারে।
তবে নিয়মিত কার্গো ফ্লাইটের অনুপস্থিতিতে পুরোপুরি গ্রাউন্ড সেবা সচল রাখা চ্যালেঞ্জ হবে বলে মনে করছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ।
মেহেদী হাসান