ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত কারখানায় দুই শ্রমিকের মৃত্যু

আশরাফ উদ্দিন, সীতাকুণ্ড (চট্রগ্রাম)

প্রকাশিত: ১৯:২১, ১৩ এপ্রিল ২০২৫

সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত কারখানায় দুই শ্রমিকের মৃত্যু

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে রড প্রস্তুতকারক একটি কারখানায় কাজ করার সময় লিফট ছিঁড়ে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত শ্রমিকেরা হলেন, সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মগপুকুর এলাকার রোকনুজ্জামানের পুত্র ফারহান আহমেদ মোস্তফা (২৫) মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের দক্ষিণ করুয়া খেজুরতলা গ্রামের শামসুল হকের পুত্র মোঃ রিফাত (২৫)

সূত্র জানায়, কারখানায় কাজ করার সময় লিফট ছিঁড়ে নিচে পড়ে শ্রমিক মোস্তফা রিপাত গুরুতর আহত হয়। অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন। আহত রিফাতও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

জিপিএইচ ইস্পাত কারখানার গণসংযোগ কর্মকর্তা অভীক ওসমান বলেন, নিহত দুই শ্রমিক কন্ট্রাক্টরের অধীনে কর্মরত ছিল। তারা কাজ করার সময় কারখানার একটি মালবাহী লিফট ছিঁড়ে দুর্ঘটনায় কবলিত হয়। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য আমরা সমবেদনা জানাচ্ছি এবং নিহত শ্রমিকদের পরিবারের যাবতীয় ব্যয়ভার বহন করা হবে।

ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, জিপিএইচ ইস্পাত কারখানায় কাজ করার সময় লিফট ছিঁড়ে নিচে পড়ে শ্রমিক মোস্তফা রিফাত গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক মোস্তফাকে মৃত ঘোষণা করেন। আহত রিফাতকে হাসপাতালের নিউরো সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তিনিও মারা যান।

মেহেদী হাসান

আরো পড়ুন  

×