ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে হঠাৎ রাশিয়ার যুদ্ধজাহাজ কেন?

প্রকাশিত: ১৯:১৫, ১৩ এপ্রিল ২০২৫

চট্টগ্রামে হঠাৎ রাশিয়ার যুদ্ধজাহাজ কেন?

ছবিঃ সংগৃহীত

চারদিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে রাশিয়ান নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ। দুপুরে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে নোঙর করে এই জাহাজগুলো। এ সময় সামরিক রীতিতে অভ্যর্থনা জানায় নৌবাহিনীর সুসজ্জিত দল।

উভয় দেশের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, এই সফর পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করবে। জাহাজ তিনটির সব নাবিক ও ক্রুদের বরণ করে নেন নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তারা এবং বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত।

এ সফর দুদেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মতবিনিময়, ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একইসঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও আশা কর্মকর্তাদের।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/18tAdXtAjk/

মারিয়া

আরো পড়ুন  

×