
ছবি: সংগৃহীত
গাজায় ইসরাইলি বাহিনীর অব্যাহত বর্বর হামলার প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকায় আয়োজিত বিশাল বিক্ষোভের খবর উঠে এসেছে ইসরাইলের গণমাধ্যম টাইমস অব ইসরাইলে।
সংবাদমাধ্যমটি এপি-র বরাত দিয়ে জানিয়েছে, শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই বিক্ষোভে প্রায় এক লাখ মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীদের অনেককে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি হাতে নিয়ে তা জুতা ও লাঠি দিয়ে পেটাতে দেখা গেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিক্ষোভকারীরা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’ স্লোগান দিতে দিতে ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করেন এবং প্রতীকী কফিন ও সাদা কাপড়ে মোড়ানো শিশু মরদেহের প্রতিরূপ বহন করেন। বিক্ষোভের মাধ্যমে তারা গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক সংহতি দাবি করেন।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে আরও বলা হয়, বিএনপি ও বিভিন্ন ইসলামিক সংগঠন এই বিক্ষোভ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছে।
প্রতিবেদনের শেষ অংশে বাংলাদেশের রাষ্ট্রীয় অবস্থান তুলে ধরে বলা হয়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ ১৭ কোটির বেশি মানুষের দেশ বাংলাদেশ, ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি এবং কূটনৈতিক সম্পর্কও স্থাপন করেনি। বাংলাদেশ সরকার এককভাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করে আসছে।
মেহেদী হাসান