
ছবি: সংগৃহীত
রাস্তায় প্রকাশ্যে স্বামীকে বেধড়ক পেটালেন দুই স্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় রাস্তায় ভিড়ের মধ্যে সবার কথা উপেক্ষা করে স্বামীকে অমানবিকভাবে পিটিয়ে যাচ্ছিলেন দুই সতীন। স্বামী তাদেরকে অনেকবার থামতে বললেও তাদের মার থামেনি।
রাস্তায় প্রকাশ্যে এক স্বামীকে দুই স্ত্রী মিলে বেধড়ক মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে—দুই নারী জনসম্মুখে এক ব্যক্তিকে বারবার আঘাত করছেন, আর সেই ব্যক্তি বারবার অনুনয় করছেন তাকে ছেড়ে দেওয়ার জন্য।
ভিডিওটিতে দেখা যায়, ঘটনাস্থলে ব্যাপক জনসমাগম হলেও কেউ পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেনি। বরং অনেকে মোবাইল ফোনে ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন। স্বামী বারবার বলছিলেন, “থেমে যাও, লোকে দেখছে,” কিন্তু তাতে স্ত্রীদের ক্ষোভ একটুও কমেনি।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ দুই স্ত্রীর রাগের কারণ বুঝতে পারলেও, প্রকাশ্যে একজনকে মারধরের ঘটনাকে অমানবিক বলে মন্তব্য করেছেন অনেকে।
একজন ব্যবহারকারী লিখেছেন, “যারাই দোষী হোক, আইন নিজের হাতে নেওয়া উচিত হয়নি। জনসম্মুখে এভাবে কাউকে অপমান করা অত্যন্ত দুঃখজনক।”
অন্যদিকে, কেউ কেউ ব্যঙ্গ করে লিখেছেন, “এটাই হয় সতীনদের মিল!”
এই ঘটনাটি যেমন সামাজিক ও পারিবারিক টানাপোড়েনের এক চিত্র তুলে ধরেছে, তেমনি ব্যক্তিগত বিরোধে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঝুঁকিপূর্ণ দিকটিও সামনে এনেছে। সামাজিক শালীনতা রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এমন আচরণ যে অনুচিত, তা বিশেষজ্ঞরাও মনে করছেন।
ফারুক