ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

একই সময়ে জুমার নামাজ আদায়ে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা

প্রকাশিত: ১৭:৪৭, ১৩ এপ্রিল ২০২৫

একই সময়ে জুমার নামাজ আদায়ে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা

ছবি: সংগৃহীত

দেশের সব মসজিদে একযোগে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন

দেশের সব মসজিদে একযোগে দুপুর ১টা ৩০ মিনিটে জুমার নামাজ আদায়ের নির্দেশনা জারি করেছে ইসলামিক ফাউন্ডেশন। ধর্মপ্রাণ মুসল্লিদের সুবিধার্থে এবং বিভ্রান্তি দূর করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিসুল হক ছালাম খানের স্বাক্ষরিত এক চিঠিতে নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ সর্বাধিক বরকতময় দিন। এই দিন মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ। মহান আল্লাহতায়ালা কোরআনে বলেন,

"হে ঈমানদারগণ! জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং ব্যবসা-বাণিজ্য ত্যাগ কর। এটি তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে।"- (সূরা জুমা, আয়াত )

এতে আরও বলা হয়, বর্তমানে বাংলাদেশে বিভিন্ন মসজিদে জুমার নামাজ বিভিন্ন সময়ে আদায় করা হয়। কোনো মসজিদে ১টায়, কোনো মসজিদে ১টা ৩০ মিনিটে, আবার কোথাও ১টা ৫০ মিনিটেও শুরু হয় নামাজ। এর ফলে বিশেষ করে পথচারী বা সফররত মুসল্লিরা বিভ্রান্ত সমস্যার সম্মুখীন হন। অনেক সময় তারা জুমার নামাজ আদায় করতে পারেন না বা দ্বিধায় পড়ে যান।

এই সমস্যা নিরসনের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন সিদ্ধান্ত নিয়েছে যে, সারাদেশের সকল মসজিদে একযোগে জুমার নামাজ শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।

এজন্য বিভাগ, জেলা উপজেলায় অবস্থিত মসজিদগুলোকে একযোগে একই সময়ে জুমার নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের অধীনস্থ জেলা উপজেলা কার্যালয়সমূহকে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে মুসল্লিদের জন্য সুবিধাজনক একটি নির্ধারিত সময় নিশ্চিত হবে এবং জাতীয়ভাবে একটি সুশৃঙ্খল সমন্বিত ধর্মীয় পরিবেশ গড়ে উঠবে বলে ফাউন্ডেশন আশাবাদ ব্যক্ত করেছে।

মেহেদী হাসান

×