
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, তার স্ত্রী শিখা সরকার এবং ব্যবসায়িক সহযোগী সুধীর কুমার সরকারের নামে ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।
ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব রবিবার (১৩ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক বিলকিস আক্তার আদালতে আবেদনটি দাখিল করেন।
আবেদনে বলা হয়, বিমল কৃষ্ণ বিশ্বাস কর ফাঁকি ও অর্থের উৎস আড়াল করতে একাধিক ব্যাংক হিসাব খুলে লেয়ারিং পদ্ধতিতে অর্থ জমা ও উত্তোলন করেছেন। আরপি কনস্ট্রাকশনের নামে ২০১ কোটি টাকা জমা এবং উত্তোলন ছাড়াও, নিজের নামে ১৩টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩২ কোটি ১৪ লাখ টাকা জমা ও ৩১ কোটি ৭২ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। বর্তমানে ওই হিসাবগুলোর স্থিতি ৪২ লাখ ৮২ হাজার টাকা রয়েছে।
এছাড়া, তদন্তের তথ্য অনুযায়ী, বিমল বিশ্বাস, তার স্ত্রী শিখা সরকার এবং সুধীর কুমার সরকারের ব্যাংক হিসাবগুলোতে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে এবং অর্থ স্থানান্তরের চেষ্টা চলছে। এসব অ্যাকাউন্টের অর্থ অন্যত্র স্থানান্তর বা বেহাত হয়ে গেলে তদন্তে বিপত্তি ঘটতে পারে, যা অনুসন্ধান প্রক্রিয়ার জন্য ক্ষতিকর হতে পারে। এ কারণে আদালত এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করার সিদ্ধান্ত দেন।
মেহেদী হাসান