ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

 দৌলৎগঞ্জে সুইপার কলোনি স্থাপনের প্রতিবাদে ইউএনওর কার্যালয়ে মানববন্ধন

ওমর ফারুক, জীবননগর (চুয়াডাঙ্গা)

প্রকাশিত: ১৬:২০, ১৩ এপ্রিল ২০২৫

 দৌলৎগঞ্জে সুইপার কলোনি স্থাপনের প্রতিবাদে ইউএনওর কার্যালয়ে মানববন্ধন

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার নম্বর ওয়ার্ড দৌলৎগঞ্জে প্রস্তাবিত সুইপার কলোনি স্থাপনের প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে সমাবেশ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে দৌলৎগঞ্জ গ্রামবাসীর আয়োজনে এই সমাবেশ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির বলেন, সুইপার সম্প্রদায় একটি আলাদা সংস্কৃতি। তারা প্রকাশ্যে মদ্যপান, মাতাল অবস্থায় রাস্তায় চলাচলসহ বেশকিছু কাজ করে। এগুলো দৌলৎগঞ্জ গ্রামের মূল সংস্কৃতির অন্তরায়। বিশেষ করে তাদের উন্মুক্ত মদ্যপান করে; যা এই গ্রামের উঠতি বয়সী যুবকদের মাদকের দিকে উৎসাহিত করতে পারে। সেই সাথে নষ্ট হয়ে যেতে পারে সম্পূর্ণ যুবসমাজ। জন্য আমরা চায় তাদের এমন জায়গায় বসবাসের ব্যবস্থা করে দেওয়া হোক যাতে মানুষের কোনো সমস্যা না হয়। অথবা এখন তারা যেখানে অবস্থান করে সেখানে বহুতল ভবন নির্মাণ করে দেওয়া হোক।

সমাবেশ মানববন্ধনে জীবননগর পৌর বিএনপি সভাপতি শাহজাহান কবির ছাড়া দৌলৎগঞ্জ সেবা সমিতি সভাপতি আব্দুস সবুর, নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইমরান হোসেন পলাশ, সাধারণ সম্পাদক পল্টু মিয়া, দৌলৎগঞ্জ সেবা সমিতি উপদেষ্টা আখতার-উজ-জামান মিঠু, উপদেষ্টা ফজলুর রহমান মাস্টার, সহসভাপতি একে আজাদ বিটু, সহসভাপতি আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম, যুবদল নেতা মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

মেহেদী হাসান

আরো পড়ুন  

×