ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

প্লট জালিয়াতি: হাসিনা-রেহানা-আজমিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: ১৫:৩৫, ১৩ এপ্রিল ২০২৫

প্লট জালিয়াতি: হাসিনা-রেহানা-আজমিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ছ‌বি: সংগৃহীত

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, মেয়ে আজমিনা সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত।

দুদকের দায়ের করা ছয়টি মামলার চার্জশিট দাখিলের পর শনিবার শুনানিতে আদালত এসব আদেশ দেন।

দুদকের অভিযোগ, ২০২২ সালে পূর্বাচল প্রকল্পে ১০ কাঠা করে ছয়টি প্লট অবৈধভাবে বরাদ্দ নেন শেখ হাসিনা, শেখ রেহানা, তাদের সন্তান সজীব ওয়াজেদ জয়, টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক। এ সময় শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালে রাজউক ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে প্রভাব খাটিয়ে বরাদ্দ আদায় করেন।

মামলায় বলা হয়, শেখ হাসিনার নির্দেশে তার মেয়ে ও পরিবারের অন্য সদস্যরা এসব প্লট পান, যার পেছনে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের ভূমিকা ছিল। তাকে ‘হুকুমের আসামি’ হিসেবে মামলায় অন্তর্ভুক্ত করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

দুদক জানায়, চলতি বছরের জানুয়ারিতে মামলাগুলো দায়ের করা হয় এবং গত ১০ মার্চ চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়। ইতোমধ্যে শেখ পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে করা ছয়টি মামলার মধ্যে চারটির শুনানি শেষ হয়েছে এবং আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

এদিকে, সজীব ওয়াজেদ জয় ও রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে দায়ের করা মামলার চার্জশিটের শুনানি আগামী ১৫ এপ্রিল অনুষ্ঠিত হবে।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=i65g9XXJjJQ

আবীর

আরো পড়ুন  

×