ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

কালিয়াকৈরে পুকুরে ভাসছিল নোহা গাড়ি, রহস্য উদ্‌ঘাটনে ব্যর্থ পুলিশ

মোঃ ইমারত হোসেন,কালিয়াকৈর,গাজীপুর

প্রকাশিত: ১৫:২০, ১৩ এপ্রিল ২০২৫

কালিয়াকৈরে পুকুরে ভাসছিল নোহা গাড়ি, রহস্য উদ্‌ঘাটনে ব্যর্থ পুলিশ

গাজীপুরের কালিয়াকৈরে একটি পুকুরে রহস্যজনকভাবে পাওয়া গেছে একটি চকলেট রঙের নোহা গাড়ি। রোববার (১৩ এপ্রিল ২০২৫) ভোরে নাওলা এলাকার আশিক নগর পার্কের পাশের পুকুরে গাড়িটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় দুপুরে গাড়িটি উদ্ধার করে। তবে গাড়িটির ভেতরে কাউকে পাওয়া যায়নি এবং কোনো মালামালও ছিল না। এতে করে গাড়িটি পুকুরে কীভাবে এল এবং এর সাথে জড়িতদের পরিচয় এখনও অজানা রয়ে গেছে।

এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকায় বলিয়াদি-চন্দ্রা বলিয়াদি-বাড়ইপাড়া সড়কে নিয়মিত ডাকাতি ছিনতাইয়ের ঘটনা ঘটে। গত শনিবার দিবাগত রাতেও বলিয়াদি-চন্দ্রা সড়কে দুটি অটোরিকশা থামিয়ে চালকদের হাত-পা বেঁধে রেখে টাকা-পয়সা এবং অটোরিকশা ছিনিয়ে নেয় ডাকাতদল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতদল তাদের সঙ্গে করে আনা নোহা গাড়িটি কোনো কারণে পুকুরে ফেলে দিয়ে ছিনতাই করা অটোরিকশায় পালিয়ে যায়।

বিষয়ে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল হক জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়িটি উদ্ধার করা হয়েছে, কিন্তু ভেতরে কিছু পাওয়া যায়নি। গাড়ির মালিককে শনাক্ত করা গেলে রহস্য উদ্ঘাটনের সম্ভাবনা রয়েছে।

এদিকে ঘটনায় রহস্যের সমাধান না হওয়ায় এলাকায় উদ্বেগ ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশের দাবি জানিয়েছেন।

ইমারত/ রবিউল

আরো পড়ুন  

×