
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা (কমার্স) গ্রুপের প্রশ্নপত্রে ছাপার ত্রুটি ধরা পড়ায়, ওই অংশের এমসিকিউ পরীক্ষাটি পুনরায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে ইতোমধ্যে আদালতের অনুমতি চেয়ে আবেদনও করা হয়েছে।
এ সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, “আপনারা জানেন, ‘গ’ ইউনিটে তিনটি মূল গ্রুপ—কমার্স, আর্টস ও সায়েন্স—থেকে পরীক্ষার্থী অংশগ্রহণ করে। কমার্স গ্রুপের প্রশ্নপত্রে ছাপাখানায় কিছু ভুল হয়েছে। বুয়েটের এক্সপার্ট কমিটি গঠন করে ভুল সংশোধনের চেষ্টা করা হয়, তবুও ০.২৫% এরর থেকে যায়।”
এই বিভ্রাটের ফলে হাইকোর্ট ‘গ’ ইউনিটের ফলাফল স্থগিত (স্টে) করে। শিশির মনির বলেন, “আমরা আদালতের সিদ্ধান্ত মেনে নিয়েছি। কারণ, একজন শিক্ষার্থীর মনেও যদি প্রশ্নপত্র নিয়ে সন্দেহ থাকে, তাহলে সেটি গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে ‘সি’ ইউনিটের ব্যবসায় শিক্ষা গ্রুপের ৬০ নম্বরের এমসিকিউ পরীক্ষা আমরা নতুন করে নিতে চাই। এজন্য আদালতে রুল নিষ্পত্তির আবেদন করে পুনরায় পরীক্ষার অনুমতি চেয়েছি। আমরা এক মাসের মধ্যে স্বচ্ছ প্রক্রিয়ায় এই পরীক্ষা সম্পন্ন করতে প্রস্তুত।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন পরীক্ষাটি স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে গ্রহণ করা হবে যেন শিক্ষার্থীরা কোনো ধরনের বিভ্রান্তি বা বৈষম্যের শিকার না হন।
সূত্র: https://www.youtube.com/watch?v=Yc5QLLx_mGw
আবীর