ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

৪৭তম বিসিএস প্রিলিমিনারির নতুন তারিখ ঘোষণা

প্রকাশিত: ১৫:১৬, ১৩ এপ্রিল ২০২৫

৪৭তম বিসিএস প্রিলিমিনারির নতুন তারিখ ঘোষণা

ছবি: সংগৃহীত

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। অন্যদিকে, পূর্বঘোষণা অনুযায়ী ৮ মে শুরু হচ্ছে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা।

রোববার (১০ এপ্রিল) পিএসসির জনসংযোগ কর্মকর্তা সাহিদা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে ৪৭তম বিসিএস প্রিলিমিনারির সম্ভাব্য তারিখ হিসেবে ২৭ জুন নির্ধারণ করেছিল পিএসসি। তবে চাকরিপ্রার্থীদের দাবির প্রেক্ষিতে তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর পিএসসি জানায়, আগস্টের প্রথম সপ্তাহে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ী আজ পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা করা হলো।

২০২৪ সালে প্রকাশিত ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে। এ পরীক্ষায় আবেদন করেছেন প্রায় ৩ লাখ ৭৫ হাজার চাকরিপ্রার্থী।

বিসিএস পরীক্ষার্থীদের জন্য এটি যেমন নতুন প্রস্তুতির ইঙ্গিত, তেমনি অপেক্ষারত প্রার্থীদের জন্য কিছুটা স্বস্তির বার্তাও বটে।

 

 

 

ফারুক

আরো পড়ুন  

×