ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

শিশু আছিয়া ধর্ষণ মামলার চার্জশিট প্রস্তুত; আজ আদালতে দাখিল

প্রকাশিত: ১৪:৪৯, ১৩ এপ্রিল ২০২৫

শিশু আছিয়া ধর্ষণ মামলার চার্জশিট প্রস্তুত; আজ আদালতে দাখিল

ছ‌বি: সংগৃহীত

মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার চার্জশিট প্রস্তুত করেছে পুলিশ, এবং আজই তা আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ দুপুরে সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “আছিয়া, যে শিশু ধর্ষণের শিকার হয়েছে, সেই ঘটনার চার্জশিট ইতিমধ্যে পুলিশ প্রস্তুত করেছে। আশা করছি আজই এটি আদালতে দাখিল করা হবে।”

তিনি জানান, সরকার যে আইনগত সংস্কার এনেছে তাতে চার্জশিট দাখিলের পর ৯০ দিনের মধ্যেই বিচার সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। “আমরা যেহেতু ইতোমধ্যে ফরেনসিক ও ডিএনএ রিপোর্ট পেয়েছি এবং এতে আলামত মেলার বিষয়টি নিশ্চিত হয়েছে, তাই আমাদের ধারণা এই মামলার বিচার আরও দ্রুত সম্পন্ন হবে,” বলেন উপদেষ্টা।

আসিফ নজরুল আরও বলেন, “অনেকে অভিযোগ করেন যে আসামিরা জামিন পেয়ে যায়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তারা উচ্চ আদালত থেকে জামিন পায়—এ ক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের কিছুই করার থাকে না।”

এ সময় তিনি বিশেষ ক্ষমতা আইন বাতিলের প্রসঙ্গ তুলে বলেন, “এই আইন বাতিল করতে হলে রাজনৈতিকভাবে একটি ঐক্যমতের প্রয়োজন।”

ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আরও জানান, এখন পর্যন্ত ৭ হাজার ১৮৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।

সূত্র: https://www.youtube.com/watch?v=8_hRDr5acJE

আবীর

×