
ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, সিভিল সার্জন ডাঃ হাদী জিয়া উদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার এম. সাইফুল্লাহ, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আল-আমীন, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি রাজীব হাসান কচি, সেক্রেটারি বিপুল আশরাফ, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সিদ্দীকা সোহেলী রশিদ, তথ্য কর্মকর্তা শিল্পী মন্ডল, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার সাহা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাকসুরা জান্নাত, র্যাব-১২ গাংনীর ডিএডি হারুনুর রশীদ, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যাান্ট ফারুক ইসলাম, ৬-বিজিবির উপ-অধিনায়ক হায়দার আলী, জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, জেলা কারাগারের তত্ত্বাবধায়ক দেওয়ান তারিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আবীর