
ছবি: সংগৃহীত
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেছেন, বাংলাদেশ হাজার বছর ধরে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের জন্য একটি সম্প্রীতির দেশ হিসেবে গড়ে উঠেছে এবং ভবিষ্যতেও এই ঐতিহ্য অটুট থাকবে।
আজ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে "সম্প্রীতি ভবন"-এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, “আমরা সবসময় এদেশের সকল সম্প্রদায়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ, এবং আমরা সবাই মিলে এখানে সুন্দরভাবে বাস করতে চাই।”
তিনি আরও বলেন, “এই অনুষ্ঠান শুধু একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন নয়, এটি একটি সম্প্রীতির সমাবেশ। এখানে সকল ধর্ম ও বর্ণের মানুষ একত্রিত হয়েছেন—এই চিত্রই আমাদের দেশের প্রকৃত রূপ।”
গৌতম বুদ্ধের অহিংসবাদ ও সহানুভূতির দর্শনের প্রসঙ্গ টেনে সেনাপ্রধান বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে হিংসা-বিদ্বেষ থাকবে না, থাকবে ভালোবাসা, শান্তি ও সম্প্রীতি।”
অনুষ্ঠানে অতীতের এক অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, “এর আগেও একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম, তখন জিওসি নয়ন পজিটিভ ডিভিশনের নেতৃত্বে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছিল। এবারও তেমনই এক বন্ধুত্বপূর্ণ পরিবেশে আমরা সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে পেরেছি।”
সেনাপ্রধান জানান, সম্প্রীতি ভবন নির্মাণে আনুমানিক সাড়ে সাত কোটি টাকা ব্যয় হবে এবং সেই ব্যয়ভার বাংলাদেশ সেনাবাহিনী গ্রহণ করবে। তিনি বলেন, “আমরা ইনশআল্লাহ এই কাজটি করে দিচ্ছি। এ দেশ সবার—হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার। সম্প্রীতির এই বন্ধন নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।”
অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বীসহ নানা সম্প্রদায়ের মানুষ অংশ নেন এবং সম্প্রীতির এই উদ্যোগকে স্বাগত জানান।
সূত্র: https://www.youtube.com/watch?v=ufrLG3GL8SY
আবীর