ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

পদোন্নতি ও প্রশিক্ষণের জন্য স্বশস্ত্র বাহিনীর কেউ যেন দিল্লীর কাছে ধরনা না দেয়: কর্নেল অলি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:৪০, ১৩ এপ্রিল ২০২৫; আপডেট: ১০:৫৫, ১৩ এপ্রিল ২০২৫

পদোন্নতি ও প্রশিক্ষণের জন্য স্বশস্ত্র বাহিনীর কেউ যেন দিল্লীর কাছে ধরনা না দেয়: কর্নেল অলি

এলডিপির চেয়ারম্যান ড. কর্ণেল (অবঃ) অলি আহমদ। ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের জন্য ভারত সব সময়ই বড় সমস্যা বলে মন্তব্য করেছেন এলডিপির চেয়ারম্যান ড. কর্ণেল (অবঃ) অলি আহমদ। রাষ্ট্র সংস্কার রাজনৈতিক প্রভাবমুক্ত স্বশস্ত্রবাহিনী শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ভারতের বিষয়ে বাংলাদেশের জনগণকে সব সময় সতর্ক থাকতে হবে। পদোন্নতি ও প্রশিক্ষণের জন্য স্বশস্ত্র বাহিনীর কোনও কর্মকর্তাকে ভারতের কাছে ধরনা না দেওয়ার পরামর্শ দেন কর্ণেল অলি। আর দলীয় রাজনীতির প্রভাবমুক্ত স্বশস্ত্রবাহিনী গড়তে স্বশস্ত্র বাহিনীর সংস্কার কমিশন গঠন করার পরামর্শ দেয় হয় এই সেমিনারে। রাষ্ট্র ব্যবস্থাপনার বেশ কিছু প্রজ্ঞাপনাও তুলে ধরা হয় এ সময়।

বাংলাদেশকে অস্থিতিশীল করতে পতিত আওয়ামী ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদ একসাথে সামরিক বাহিনীর সাথে জনগণের দূরত্ব বাড়িয়ে দিতে রাজনীতিতে সেনা হস্তক্ষেপ নিয়ে নানা বিতর্ক সৃষ্টি করে আসছে। 

এর পরিপ্রেক্ষিতে কর্নেল অলি বলেন, ‘প্রশিক্ষণের জন্য বা পদোন্নতির জন্য স্বশস্ত্র বাহিনীর কাউকে যেন ভারতে পাঠানো না হয় সেদিকে খেয়াল রাখতে সেনাপ্রধানকে বা অন্যান্য প্রধানদেরকে অনুরোধ করবো। কারণ ওখানে যাওয়ার পর অনেকে অনৈতিক সমস্যায় জড়িয়ে পড়তে পারে।’

মুমু

×