
যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপে যখন কাঁপছিল বিশ্ব অর্থনীতি, তখনই দৃঢ় পদক্ষেপে সামনে এলেন বাংলাদেশের গর্ব, নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তাঁর একটি সাহসী চিঠি বদলে দিল বৈশ্বিক বাণিজ্যের সম্ভাব্য বিপর্যয়ের গতিপথ।
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ একাধিক দেশের উপর ২৫ থেকে ৩৭ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপ করে। এর মধ্যে বাংলাদেশের ক্ষেত্রে ছিল সর্বোচ্চ ৩৭ শতাংশ, আর ভারতের উপর চাপানো হয় ২৭ শতাংশ শুল্ক। এই পদক্ষেপে বৈশ্বিক বাণিজ্য পড়ে যায় চরম ঝুঁকির মুখে। বিশ্লেষকরা আশঙ্কা করছিলেন, পাল্টাপাল্টি শুল্ক আরোপের এই ধারা চলতে থাকলে বিশ্ব আবার এক নতুন মহামন্দার মুখোমুখি হতে পারে।
এই সংকটময় পরিস্থিতিতে ড. ইউনুস সরাসরি চিঠি লেখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তিনি অনুরোধ করেন, অন্তত তিন মাসের জন্য যেন অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করা হয়।
চিঠি পাঠানোর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই আসে অভাবনীয় সাড়া। ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ ঘোষণা দেন, চীন ব্যতীত অন্যান্য দেশের উপর বাড়তি শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করা হচ্ছে।
ট্রাম্পের আগের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নও পাল্টা ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণার পর ইইউও ৯০ দিনের জন্য তাদের পাল্টা শুল্ক আরোপের পরিকল্পনা স্থগিত করে। সেইসঙ্গে, পারস্পরিক শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগ্রহও প্রকাশ করেছে তারা।
ড. ইউনুসের চিঠির প্রভাব পড়ে ভারতের উপরও। ভারতের উপর বাড়তি শুল্কও কমানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুঝতে পারেন, এই ম্যাজিকম্যানের প্রভাব কতটা গভীর।
যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে একদিনেই শীর্ষ সাত প্রযুক্তি প্রতিষ্ঠানের বাজারমূল্য বৃদ্ধি পায় এক ট্রিলিয়ন ডলার পর্যন্ত। যা অর্থনীতির গতি পুনরুদ্ধারে বড় আশার ইঙ্গিত দেয়।
বাংলাদেশের পক্ষ থেকে নতুন শুল্ক স্থগিত রাখার এই সিদ্ধান্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ড. ইউনুস। এই সিদ্ধান্ত শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা বিশ্বের অর্থনীতির জন্যই এক আশীর্বাদস্বরূপ বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।
বিশ্ব অর্থনীতির ক্রান্তিকালে ড. ইউনুসের নেতৃত্ব ও বিচক্ষণতা আবারও প্রমাণ করল তাঁর অসাধারণ প্রভাব ও বিশ্বপরিসরে গ্রহণযোগ্যতা। একটি চিঠি যে কীভাবে বাঁচাতে পারে কোটি মানুষের ভবিষ্যৎ, তারই এক অনন্য উদাহরণ হয়ে রইল এই ঘটনা।
সূত্র:https://tinyurl.com/3tr4cdnw
আফরোজা