ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

কিছু ইউটিউবার সিদ্ধান্তে পৌঁছেছেন যে আমি মিথ্যাবাদী: প্রেস সচিব

প্রকাশিত: ০৯:২৮, ১৩ এপ্রিল ২০২৫

কিছু ইউটিউবার সিদ্ধান্তে পৌঁছেছেন যে আমি মিথ্যাবাদী: প্রেস সচিব

ছবি: সংগৃহীত।

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কিছু ইউটিউবারের সমালোচনা করে মন্তব্য করেছেন, যারা তাকে মিথ্যাবাদী আখ্যা দিয়েছেন।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, “কিছু ইউটিউবার সিদ্ধান্তে পৌঁছেছেন যে আমি মিথ্যাবাদী। তাদের উৎস—ভারতীয় কিছু সংবাদপত্র! আর ঐ ভারতীয় সংবাদপত্রগুলোর উৎস কী? নামহীন কিছু সূত্র! আর এভাবেই এসব ইউটিউবার তাদের স্ক্রিপ্ট তৈরি করে!”

তিনি আরও লেখেন, “আপনি যদি ভারতীয় সংবাদপত্রের ওপর ভরসা করেন—যেগুলো প্রায়ই বাংলাদেশ সম্পর্কে আজগুবি ও বানোয়াট খবর ছাপে—তাহলে আমি খুব সহজেই ধরে নিতে পারি যে, আপনার সাংবাদিকতার মান খুবই নিচু বা আপনি সাংবাদিকতার মৌলিক বিষয়গুলোই জানেন না।”

প্রেস সচিব শফিকুল আলম দুঃখ প্রকাশ করে বলেন, “আপনি যখন বারবার ভারতীয় এসব বিভ্রান্তিমূলক মাধ্যম থেকে উদ্ধৃতি দেন, তখন আপনার ইউটিউব কনটেন্ট একসময় পরিণত হয় বোকামী ও ভাঁড়ামির এক উন্মাদ আলোচনায়।”

সায়মা ইসলাম

×