ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

আজ চৈত্র সংক্রান্তি, কাল পহেলা বৈশাখ

প্রকাশিত: ০৯:০৮, ১৩ এপ্রিল ২০২৫

আজ চৈত্র সংক্রান্তি, কাল পহেলা বৈশাখ

ছ‌বি: সংগৃহীত

আজ রোববার, ১৩ এপ্রিল, শেষ হচ্ছে বাংলা ১৪৩১ সন। এটি চৈত্র মাসের শেষ দিন—একই সঙ্গে বাংলা বছরেরও শেষ দিন, বসন্ত ঋতুরও শেষদিন। দিনটি চৈত্র সংক্রান্তি নামে পরিচিত। বাংলা বছরের অন্তিম দিন হিসেবে এই দিনে পুরাতনকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণের নানা আয়োজন হয়ে থাকে।

আগামীকাল সোমবার, ১৪ এপ্রিল, শুরু হবে নতুন বাংলা বর্ষ ১৪৩২। 'জীর্ণ-পুরাতন মুছে যাক, গ্লানির ছায়া ভেসে যাক'—এই প্রার্থনায় নতুন সূর্যকে বরণ করবে বাঙালি।

চিরায়ত বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন ঘটে এই চৈত্র সংক্রান্তিকে কেন্দ্র করে। অনেকের মতে, চৈত্র সংক্রান্তির ধারাবাহিকতাতেই পহেলা বৈশাখের বর্ণিল আয়োজনের সূচনা। ফলে চৈত্র সংক্রান্তি হয়ে উঠেছে বাঙালির আরেকটি গুরুত্বপূর্ণ উৎসব।

সনাতন ধর্মাবলম্বীদের কাছে দিনটি একটি পুণ্য তিথি হিসেবে বিবেচিত। তারা স্নান, ব্রত, দান ও উপবাসের মাধ্যমে এই দিনটি পালন করেন বিশেষ আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে।

এই দিনে ব্যবসায়ীরাও পালন করেন বছর বিদায়ের অনুষ্ঠান। শুচি ও পবিত্রভাবে ব্যবসা প্রতিষ্ঠান পরিষ্কার করে সাজানো হয় নতুনভাবে। পুরোনো হিসাব-নিকাশ শেষ করে নতুন খাতা খোলার প্রস্তুতি নেওয়া হয়, যাকে বলা হয় 'হালখাতা'। নতুন বছরের প্রথম দিনে এই হালখাতা খোলা হয়, আর ক্রেতাদের আপ্যায়ন করা হয় মিষ্টান্ন দিয়ে।

এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে চৈত্র সংক্রান্তির মেলার আয়োজন হয়। অনেক পরিবার এই উপলক্ষে মেয়ের জামাইকে আমন্ত্রণ জানিয়ে বাড়িতে নিয়ে আসেন। নতুন পোশাক পরিধানের রীতিও এই উৎসবের একটি অনন্য অংশ, যা বহুদিন ধরেই প্রচলিত।

আবীর

×