
ছবিঃ সংগৃহীত
ট্রান্সশিপমেন্ট সহ যেকোনো সুবিধা থেকে বঞ্চিত করা হলে তার বিকল্প খুঁজে নেবে বাংলাদেশ। এমনটাই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সকালে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে মাশরুম এবং মুক্তা চাষের প্রশিক্ষণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি৷
সারজিস বলেন, বাংলাদেশ-ভারত প্রতিবেশি রাষ্ট্র। তারা কখনই মুখোমুখি অবস্থানে যাবে না। তবে ভারত কেমন আচরণ করছে তার উপরেই নির্ভর করবে দুই দেশের সম্পর্ক।
কোনো রাজনৈতিক দলের মতাদর্শে নয়, একটি দেশ হিসেবে ভারত আরেক দেশের সাথে চুক্তি করবেন এমনটাও আশা করেন সারজিস।
তিনি বলেন, ‘ভারতের সাথে বাংলাদেশের ট্রান্সশিপমেন্টের যে চুক্তিটা ছিল, সেটি তারা তাদের জায়গা থেকে বাতিল করেছে। বাংলাদেশ-ভারত দুইটি পাশাপাশি প্রতিবেশী দেশ। কখনই এ দুইটি দেশের সম্পর্ক এমন হবে না যে মুখোমুখি দাঁড়িয়ে যাবে। আমরা এটা প্রত্যাশা করি না। কিন্তু ভারতের কাজ, তারা বাংলাদেশকে কীভাবে ডিল করছে, কোন চোখে দেখছে এই জিনিসগুলো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কগুলো নির্ধারণ করবে।