ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

১৩তম সিটি কর্পোরেশন হতে যাচ্ছে বগুড়া! ঘোষণা যেকোনো মুহূর্তে

মাহফুজ মণ্ডল, বগুড়া: 

প্রকাশিত: ০৮:২৩, ১৩ এপ্রিল ২০২৫; আপডেট: ০৮:২৭, ১৩ এপ্রিল ২০২৫

১৩তম সিটি কর্পোরেশন হতে যাচ্ছে বগুড়া! ঘোষণা যেকোনো মুহূর্তে

১৮৭৬ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার আনুষ্ঠানিক উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। এরই মধ্যে সংশ্লিষ্ট বিভাগ থেকে গণবিজ্ঞপ্তি জারির নির্দেশনা দিয়ে জেলা প্রশাসককে মতামত ও আপত্তি গ্রহণ করে চূড়ান্ত প্রতিবেদন পাঠানোর জন্য চিঠি পাঠানো হয়েছে।

গত বৃহস্পতিবার বগুড়া জেলা প্রশাসকের দপ্তরে পাঠানো চিঠিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠা বিধিমালা (সিটি কর্পোরেশন ২০১০–এর বিধি ৬) অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. ফিরোজ মাহমুদ।

বগুড়া পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাসুম আলী বেগ জানান, "চিঠি পাওয়ার পর আমরা দ্রুতই পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করবো। স্থানীয় বাসিন্দাদের মতামত ও আপত্তি গ্রহণের পর সেই প্রতিবেদন পাঠানো হবে।"

বগুড়া শহরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশা ছিল এই পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে স্বীকৃতি দেওয়া। ইতিমধ্যে দেশের অন্যতম বৃহৎ এই পৌরসভাটি ২১টি ওয়ার্ডে সম্প্রসারিত হয়েছে। স্থানীয়রা বলছেন, অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং আধুনিক শহর গঠনের পথে এটি হবে ঐতিহাসিক এক পদক্ষেপ।

২০০৪-০৫ সালের দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ আগ্রহে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু রাজনৈতিক অস্থিরতা ও শাসনব্যবস্থার পরিবর্তনের কারণে সেই উদ্যোগ থেমে যায়। এরপরের প্রায় দুই দশকজুড়ে দেশে বহু পৌরসভা সিটি কর্পোরেশনে উন্নীত হলেও বগুড়া বারবার থেকে গেছে উপেক্ষিত।

স্থানীয়দের অভিযোগ, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্মস্থান হওয়ায় আওয়ামী লীগ সরকার রাজনৈতিক হিংসাবশত বগুড়াকে সিটি কর্পোরেশনের মর্যাদা দেয়নি। অথচ রাজশাহী ও রংপুরের মতো শহরগুলোর পরিপূর্ণ সুবিধা বঞ্চিত থেকেছে বগুড়াবাসী।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছায় এই উদ্যোগ নতুন করে গতি পেয়েছে। সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রক্রিয়া চূড়ান্ত করে ঘোষণার অপেক্ষায় রয়েছে শহরবাসী। বিভিন্ন সূত্র বলছে, যেকোনো মুহূর্তেই বগুড়াকে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা দেওয়া হতে পারে।

বগুড়ার বিশিষ্ট নাগরিক, ব্যবসায়ী ও তরুণ সমাজের মধ্যে এ নিয়ে প্রবল আগ্রহ বিরাজ করছে। অনেকেই বলছেন, এই ঘোষণার মধ্য দিয়ে বগুড়া নবজাগরণের পথে এগিয়ে যাবে।

বগুড়ার একজন প্রবীণ সমাজসেবক কেজিএম ফারুক বলেন, "এই ঘোষণার মধ্য দিয়ে শুধু একটি প্রশাসনিক পরিবর্তন নয়, বরং বগুড়ার মানুষের আত্মপরিচয়ের নতুন অধ্যায় শুরু হবে।"

বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। যে শহর একদিন মহাস্থানগড়ের ঐতিহ্য বহন করত, সেই শহর আজ আধুনিক নগরের রূপ নিতে চলেছে। এখন শুধু অপেক্ষা সেই ঘোষণার, সেই মাহেন্দ্রক্ষণের।

আফরোজা

×