
ছবি: সংগৃহীত।
জাতীয় পার্টির (রওশন এরশাদ গ্রুপ) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল গাফফার বিশ্বাস, মোল্লা শওকত হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এস এম মাসুদুর রহমানসহ শতাধিক নেতাকর্মী দল থেকে পদত্যাগ করেছেন।
শনিবার (১২ এপ্রিল) খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতারা অভিযোগ করেন, জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্ব বর্তমানে নিজস্ব স্বার্থে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের সহযোগী হিসেবে কাজ করছে। তাদের মতে, দলের এই অবস্থানে তৃণমূল নেতাকর্মীদের কোনো মতামতের প্রতিফলন নেই।
তারা আরও বলেন, “দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরও দলের শীর্ষ নেতারা জাতির কাছে কোনো দায় স্বীকার করেননি, ক্ষমাও চাননি। এই অবস্থায় আমরা জাতীয় পার্টির রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”
তাদের ভাষ্য অনুযায়ী, এখন থেকে তারা সাধারণ মানুষের উন্নয়নের জন্য কাজ করবেন। জাতীয় পার্টির অভ্যন্তরীণ বিভাজন এবং বিভিন্ন গ্রুপের পারস্পরিক বিরোধের প্রেক্ষাপটে এই পদত্যাগকে অনেকে দলটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন।
নুসরাত