
ছবিঃ সংগৃহীত
বিতর্ক এবং ক্রিকেটার সাকিব আল হাসান যেন এক শব্দে গাথা। সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হওয়া ছাত্রলীগের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করে ফের বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে স্বেচ্ছায় নির্বাসনে থাকা সাকিব এখন যুক্তরাষ্ট্রে ঘাটি গেড়েছেন। সেখানেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীদের সাথে আড্ডা দিতে দেখা গেছে সাকিব আল হাসানকে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৮টার কিছু সময় পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতা স্বপ্নিল খান। সেসব ছবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের সঙ্গে একসাথে টেবিলে বসে খাওয়াদাওয়া ও হাস্যজ্বল ভঙ্গিতে সময় কাটাতে দেখা যায় সাকিবকে। ছবিগুলো প্রথমে ফেসবুকে পোস্ট করেন যুক্তরাষ্ট্র প্রবাসী নিষিদ্ধ ছাত্রলীগের নেতা স্বপ্নিল খান। তিনি ক্যাপশনে লিখেন, আজ যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাথে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ভাই।
এরপরে ছবিগুলো দ্রুত ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায় এবং শুরু হয় নানান ধরনের নেতিবাচক মন্তব্য। নিষিদ্ধ ছাত্রলীগের স্বপ্নিলকে অনলাইনে বিভিন্ন সময় টকশোতে অংশ নিতে দেখা যায়। পাশাপাশি যুক্তরাষ্ট্রে ছাত্রলীগের ব্যানারে মানববন্ধন করতেও দেখা গেছে তাকে।
এছাড়াও তার আইডি থেকে অন্তর্বর্তীকালীন সরকার, বিএনপি ও জামায়াতকে নিয়ে নানান ধরনের গুজব ও ভুয়া ভিডিও শেয়ার করতে দেখা যায়।
সাকিবের মত একজন আন্তর্জাতিক তারকাকে নিয়ে এমন লাগাতার বিতর্কে অনেকেই হতাশা প্রকাশ করেছেন। এমনকি তার লজ্জাশরম নিয়েও প্রশ্ন করেছেন অনেকেই।
তবে এ নিয়ে সাকিবের পক্ষ থেকে এখনো কোন বক্তব্য পাওয়া যায়নি।
রিফাত