
ছবি: সংগৃহীত
ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে চলমান সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস। শনিবার (১২ এপ্রিল) বিকেলে তার সরকারি বাসভবন যমুনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের দুই সদস্যের সঙ্গে এক বৈঠকে তিনি এ তাগিদ দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ ও সদস্য ড. বদিউল আলম মজুমদার। এছাড়াও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও বৈঠকে অংশ নেন।
বৈঠকে কমিশনের দুই সদস্য জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য জরুরি সংস্কার কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা।
ভিডিও দেখুন: https://youtu.be/t8XDhm2JH3M?si=iVxCv2TYANa4SEwf
এম.কে.